Saturday , 5 April 2025

গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম ও সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

 

এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলী , সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, প্রধান শিক্ষক কেএম বেলায়েত হোসেন, ফিরুজ হোসেন সহকারী শিক্ষক জালাল বিশ্বাস, গিয়াস উদ্দিন তালুকদার প্রমূখ।

Check Also

পাংশায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার …