Tuesday , 20 May 2025

মোংলায় মন্দিরে মন্দিরে নৌ বাহিনীর সতর্ক পাহাড়া

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় সর্বজনীন দূর্গা পূজা উপলক্ষে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী। দূস্কৃতিকারীদের যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এ এলাকার মন্দিরে মন্দিরে টহলেও থাকবেন তারা।

 

মোংলা উপজেলায় ৩২ টি পূজা মন্ডপে এবার পূজা উদযাপন হবে। এসব মন্ডপে যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা অর্চনা করতে পারেন সে জন্য নৌ বাহিনীর সদস্যরা সতর্ক পাহাড়ায় নিয়োজিত থাকবে।

রবিবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় দিগরাজ বাজারে সর্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে নৌ বাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক কমান্ডার মোঃ তৌহিদুল হক ভূইয়া সাংবাদিকদের এ কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের লোকজন যাতে নিরাপদভাবে তাদের পূজা উদযাপন করতে পারে সে জন্য নৌ বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি।

নৌ বাহিনীর এই পদস্থ কর্মকর্তা বলেন, মোংলা উপজেলায় ৩২ টি পূজা মন্ডপে এবার পূজা উদযাপন হবে। এসব মন্ডপে যেন শান্তিপূর্ণভাবে নিরাপদে পূজা অর্চনা করতে পারেন সে জন্য নৌ বাহিনীর সদস্যরা সতর্ক পাহাড়ায় নিয়োজিত থাকবে।

Check Also

মোংলায় জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

॥ মাসুদ রানা, বাগেরহাট  জেলা প্রতিনিধি ॥ মোং লায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার …