Friday , 17 October 2025

মোংলায় বিএনপি নেতা এমরান’র জন্মদিন পালন 

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় সাবেক ছাত্রদল ও সাবেক যুদলের  সভাপতি, বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এমরান হোসেন’র জন্মদিন  উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

 

অনেক স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ শতাধিক  নেতাকর্মীরা  এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির আয়োজন করেন  সাবেক ছাত্রনেতা, যুবদল নেতা সহ বর্তমান ছাত্রদল, যুবদলের  নেতৃবৃন্দ । এ সময় কেককাটা    অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ কাদের,  যুবদল নেতা রাহাত হোসেন মুন্না, মুহাম্মাদ  মামুন, মোঃ বেল্লাল হোসেন , কবির হোসেন , মোঃ সোহাগ, আলামিন, জামাল হোসেন,

মিলন, মহাসিন ভুইয়া, ফাহাদ হোসেন, এছাড়া  ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন চয়ন, সোহাগ, বেল্লাল, জুয়েল, ও স্বেচ্ছাসেবক দল নেতা দিদার, রাসেল,সেতু  সহ অনেক স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ শতাধিক  নেতাকর্মীরা  এ সময় উপস্থিত ছিলেন।

Check Also

হাতিয়া বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নোয়াখালী- ৬ মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ হা তিয়া (নোয়াখালী -৬)হাতিয়া আগামী বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী …