Tuesday , 29 July 2025

হাতিয়া ৫ কিলো মিটার বেড়ির বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ জনপদ প্লাবিত। হাজার হাজার মানুষ পানি বন্দী।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

ঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার কারণে সাগর উত্তাল থাকায় প্রবল জোয়ার ও জলোচ্ছ্বাসে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ৫ কিলোমিটার,বেড়ির বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। নদীর তীরে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে জোয়ার ও জলোচ্ছ্বাসে হাতিয়ায় বেড়ীবাঁধের বাইরের নিম্নাঞ্চল সম্পূর্ণ পানিতে ডুবে গেছে।

শনিবার (২৬ জুলাই ) দুপুরে জোয়ার ও জলোচ্ছ্বাসে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন সুখচর , নলচিরা, চরইস্বর ও নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে।‌ বেরির বাঁধ ভেঙ্গে এমনকি প্রধান সড়কের অনেকাংশ সম্পূর্ণ পানিতে নিমজ্জিত রয়েছে।

এতে সুখচর ইউনিয়ন সহ পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ডুবে গেছে দ্বীপের অনেক রাস্তাঘাট, বসত ঘর ,আঙ্গিনা , রান্নাঘর ও মাছের ঘের। কোথাও কোথাও হাঁটু পানি আবার কোথাও কোথাও কোমর পানিতে নিমজ্জিত। শনিবার (২৬ জুলাই ) দুপুরে জোয়ার ও জলোচ্ছ্বাসে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন সুখচর , নলচিরা, চরইস্বর ও নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে।‌

বেরির বাঁধ ভেঙ্গে এমনকি প্রধান সড়কের অনেকাংশ সম্পূর্ণ পানিতে নিমজ্জিত রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে । একই চিত্র দেখা গেছে উপজেলার তমরদ্দি,নলচিরা, সোনাদিয়া, হরনী ও চানন্দী ইউনিয়নের অনেক এলাকায়।


এছাড়া জোয়ার ও জলোচ্ছ্বাসে ডুবে গেছে হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চল দমারচর ,ঢালচর, চরগাসিয়া, নলের চর, বয়ার চর, চর আতাউর, ও মৌলভীর চর । এসব চরে হাজার হাজার মানুষ বসবাস করে ।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কিছু লোকালয়ে পানি চলে এসেছে। এতে নিঝুম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকার মানুষ পানিতে নিমজ্জিত রয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Check Also

গোয়ালন্দে প্রবাসী ফোরামের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ ‘সু   স্থ্য বিনোদন, মানসিক ও শারীরিক সুস্থতা …