Saturday , 6 December 2025

তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবার পেলো নতুন ঘর

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক ভিক্ষুক বাকপ্রতিবন্ধী পরিবারকে নির্মাণ করে দেয়া হয়েছে নতুন একটি ঘর।

তিনি বলেন, লায়ন ফরিদ আমাকে নতুন একটি ঘর করে দিয়েছে, আমি তারজন্য আর্শীবাদ করি, সে যেন ভাল থাকে, তার যেন মঙ্গল হয়। সে যেন আমার মত অসহায় মানুষের পাশে আরো বেশি বেশি দাড়াতে পারে।

বাগেরহাটের রামপালের ভাগা এলাকার দীপালি রানী শীলকে নতুন এ ঘরটি নির্মাণ করে দিয়েছে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শনিবার দুপুরে ওই অসহায় পরিবারকে সাথে নিয়ে নতুন এ ঘরের ফিতা কাটেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে দীপালি পরিবার।

দীপালি রানী শীল ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে আসছে। তিনি স্বামী পরিত্যাক্তা। তার দুইটি মেয়েই বাকপ্রতিবন্ধী। থাকতেন জরাজীর্ণ একটি ঘরে। যেখানে রোদ, বৃষ্টি ও শীতে কষ্ট পেতেন তিনি। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপালি। তিনি বলেন, লায়ন ফরিদ আমাকে নতুন একটি ঘর করে দিয়েছে, আমি তারজন্য আর্শীবাদ করি, সে যেন ভাল থাকে, তার যেন মঙ্গল হয়। সে যেন আমার মত অসহায় মানুষের পাশে আরো বেশি বেশি দাড়াতে পারে।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীপালি ভিক্ষা করে, তার দুইটি মেয়েই বাকপ্রতিবন্ধী। দীর্ঘদিন তারা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল। বিষয়টি আমি জানার পর সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তাদেরকে নতুন একটি ঘর করে দিয়েছি। ঘরটি মুলত তারেক রহমানের পক্ষ থেকে এ অসহায় পরিবারটিকে উপহার দেয়া হয়েছে।

কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারাদেশ জুড়ে যারা গৃহহীন রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে। আমাদের নির্দেশনা দিচ্ছে সারা জনপদে এগুলো দেখার জন্য। আমরা তার পক্ষ থেকে প্রত্যকে যার যার এলাকায় চেষ্টা করছি যারা গৃহহীন তাদের পাশে দাড়াতে। আমরা যারা সমাজে ভাল অবস্থানে আছি তাদের এমন ছোট ছোট কাজগুলো করা উচিৎ। কারণ সবাইকে নিয়ে ভাল থাকতে হবে, একা ভাল থাকা যায়না। তাই প্রত্যেকেরই তার প্রতিবেশীর পাশে থাকা উচিৎ।

Check Also

মোংলা পৌর জিয়া মঞ্চের সভাপতি সালাম সাধারণ সম্পাদক মাহবুবু – সাংগঠনিক পদে সমালোচনার ঝড়

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় জিয়া মঞ্চের পৌর শাখার কমিটি ঘোষনা …