॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
পৌ রসভা সম্মেলন কক্ষে ইমাম -মোয়াজ্জিনদের এই ভাতা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পরে হাজী বাড়ি জামে মসজিদের ইমাম সাহেব দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। সবশেষে একে একে সকল ইমাম ও মোয়াজ্জিনের হাতে প্রধান অতিথি সম্মানী ভাতা তুলে দেন।
সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য প্রশাসক জনাব মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মহাজোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মো: শাহিনুর আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলাম,প্রমুখ :। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় ইমাম মোয়াজ্জিনদের মানবেতর জীবন যাপনের কথা উল্লেখ করে অতিথি গণ বক্তব্য পেশ করেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামীতে যেন ইমাম মোয়াজ্জিন গণ কোন বৈষম্যের শিকার না হয়, সেদিকে নজর থাকবে এই বলে সবাইকে আশ্বস্ত করেছেন।
পরে হাজী বাড়ি জামে মসজিদের ইমাম সাহেব দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। সবশেষে একে একে সকল ইমাম ও মোয়াজ্জিনের হাতে প্রধান অতিথি সম্মানী ভাতা তুলে দেন।