॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুর জেলা প্রশাসক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউসন (বিএসটিআই) এর সমন্বিত উদ্যোগে কাঞ্চন ১-এর ৫৬তম-বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের সকলের গণসচেতনতা জরুরী এবং বাংলাদেশ একটি উন্নত মানের দেশ বিনির্মাণে খাদ্যদ্রব্যের মান উন্নয়নে বিএসটিআই এর অনুমোদন ও দিকনির্দেশনা প্রয়োজন।
মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশ্ব মান দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা ও গণসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন তিনি বলেন দেশে যে সকল শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমাদের সকলের গণসচেতনতা জরুরী এবং বাংলাদেশ একটি উন্নত মানের দেশ বিনির্মাণে খাদ্যদ্রব্যের মান উন্নয়নে বিএসটিআই এর অনুমোদন ও দিকনির্দেশনা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন,জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস(বিএসটিআই) দিনাজপুর এর উপ-পরিচালক (সিএম)মোঃ হাবিবুর রহমান।
বক্তব্যে বলা হয় বিশ্ব মান দিবসে প্রতিপাদ্য বিষয়ক তাৎপর্য (বিএসটিআই)এর কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে গ্রহনযোগ্যতা এবং খাদ্যদ্রব্যে পন্য ও সেবার মান বাস্তবায়নে সরকারি পদক্ষেপ সামাজিক দায়বদ্ধতা সুশাসনে সরকারী-বেসরকারী উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশে আন্তর্জাতিক খাদ্যদ্রব্যের মান উন্নয়নের স্বীকৃতি পেলে টেঁকসই উন্নয়ন সম্ভব।
আলোচনা শেষে জেলার যে সকল শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান (বিএসটিআই) গ্রহণযোগ্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অনুমোদন নেয়া এবং মানসম্মত রুচিশীল খাদ্যদ্রব্য পন্য প্রস্তুত করা সহ খাদ্যদ্রব্য শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ অরুচিশীল খাদ্যদ্রব্যে পন্য প্রস্তুত করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে জরিমানা সহ কঠিন হুঁশিয়ারিও দেয়া হয়।