॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলতে হবে যেনো তাঁদের মধ্যে বল থাকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল আমাদের কিশোরী ও নারীরা তারা আমাদেরকে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।
আমি কন্যাশিশু স্বপ্ন-গড়ি সাহসে-লড়ি এবং দেশের কল্যাণে কাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ীতে উদযাপন করা হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫-বুধবার ৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী তিনি বলেন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু আমাদের ভবিষ্যত প্রজন্মের মা ভবিষ্যতের নাগরিক-এই কন্যাশিশুদের নিরাপত্তা মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল তিনি বলেন আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলতে হবে যেনো তাঁদের মধ্যে বল থাকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল আমাদের কিশোরী ও নারীরা তারা আমাদেরকে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার নুর এ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃরাশেদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।