॥ এম আরিফুল ইসলাম, সলংগা, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির গেট বন্ধ করে ৮ দিন ধরে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের তায়জুল ইসলাম মন্ডল গং এর বিরুদ্ধে। এ ঘটনায় আজাদ আলী মাস্টার নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
তায়জুল ইসলাম মন্ডল জানান, তাদের বাড়ির সামনের জায়গা আমাদের। জায়গাটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। আমরা আমাদের জায়গা উদ্ধার করতে বেকু দিয়ে মাটি খুরে টিন ও নেট জাল দিয়ে বেড়া দিয়েছি। তাদের আরো জায়গা আছে । সেখান দিয়ে চলাচল করুক। আমাদের জায়গা দিয়ে তাদের বের হতে দেব না।
রবিবার (২৫ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আজাদ আলী মাস্টারের বাড়ির সামনে গেটে টিন দিয়ে বেড়া দিয়ে রেখেছে এবং বাড়ির সামনে ফাকা স্থানে বেকু দিয়ে মাটি খুরে নেট জাল দিয়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে তাদের পরিবারের শিশু-বৃদ্ধ ও ৭ জন শিক্ষার্থীসহ ২৫ জন অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বাড়ি থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
ভুক্তভোগী আজাদ আলী মাস্টার বলেন, জমি-সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। সেটি নিষ্পত্তি হওয়ায় আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে এবং আমাদের বসতবাড়ির সামনে টিন দিয়ে ও বাড়ির সামনে ফাকা স্থানে বেকু দিয়ে মাটি খুরে নেট জাল দিয়ে বেড়া দিয়ে ৮ দিন যাবত আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। এর সমাধান পেতে সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছি।
তায়জুল ইসলাম মন্ডল জানান, তাদের বাড়ির সামনের জায়গা আমাদের। জায়গাটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। আমরা আমাদের জায়গা উদ্ধার করতে বেকু দিয়ে মাটি খুরে টিন ও নেট জাল দিয়ে বেড়া দিয়েছি। তাদের আরো জায়গা আছে । সেখান দিয়ে চলাচল করুক। আমাদের জায়গা দিয়ে তাদের বের হতে দেব না।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বলেন, থানায় অভিযোগের ভিক্তিতে সরেজমিনে গিয়ে পরির্দশন করেছি। পরে উভয়পক্ষের সম্মতিক্রমে দ্রুত সময়ের মধ্যে মীমাংসা করে নিবে বলে জানিয়েছেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।