॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।সোমবার ৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশে খবর দিলে ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ সুজাপুর এলাকার ছোট যমুনা নদী থেকে ঐ ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত কৃষ্ণ বাশফোরের স্ত্রী গীতা রানী বাশফোর জানান গত ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয় এরপর আর বাড়ি ফেরেননি তিনি। তিনি আরও জানান নিহত কৃষ্ণ বাশফোরের মৃগী রোগ ছিল পানি দেখলে ভয় পেতেন এছাড়াও তিনি অতিরিক্ত মদ্যপান করতেন।
নিহত ঐ ব্যক্তির নাম কৃষ্ণ বাশফোর (৫০) সে হরিজন সম্প্রদায়ের পৌর শহরের সুজাপুর হরিজন পল্লীর মৃত নিশুয়া বাশফোরের ছেলে। নিহত কৃষ্ণ বাশফোর পেশায় একজন ঝাড়ুদার সে বিরামপুর উপজেলা পরিষদের ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে গত ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয় কৃষ্ণ বাশফোর তাঁরপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন। আজ সোমবার সকালে স্থানীয় লোকজন নদীতে লাশ দেখে বলাবলি করে এবং নিখোঁজ কৃষ্ণ বাশফোরের কথা ভেবে তাঁর বাড়িতে খবর দেন। দ্রুত পরিবারের লোকজন সেখানে গিয়ে কৃষ্ণ বাশফোরের লাশ শনাক্ত করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। নিহত কৃষ্ণ বাশফোরের স্ত্রী গীতা রানী বাশফোর জানান গত ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয় এরপর আর বাড়ি ফেরেননি তিনি। তিনি আরও জানান নিহত কৃষ্ণ বাশফোরের মৃগী রোগ ছিল পানি দেখলে ভয় পেতেন এছাড়াও তিনি অতিরিক্ত মদ্যপান করতেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সুরতহাল শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হবে।