॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুরের ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে কুলসুম আরা (৫৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।আহত গৃহবধূকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাথায় চোট পেয়ে অতিরিক্ত ব্লাড ক্ষরনে আশক্কাজনক হওয়াই কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যদের এলোপাথাড়ি মার ধর শুরু করে এক পর্যায়ে জাকারিয়ার কয়েকটি লাঠির আঘাত কুলসুম আরা নামে এক গৃহবধূর মাথায় লাগে এ সময় ঐ গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়েন
স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার ২ নং আলাদীপুর ইউনিয়নের ছোট ভিমলপুর গ্রামে ২৪ তারিখ শনিবার দুপুর ১২ টায় ভুক্তভোগীরা পারিবারিক ঝগড়া বিবাদ করছিলেন এ নিয়ে প্রতিবেশী মোঃ জাকারিয়া তুচ্ছ কথা বললে ঝগড়া সৃষ্টি হয় এ সময় মোঃ জাকারিয়া ভুক্তভোগীর ছেলে মোঃ মেহেদী হাসান ও তাঁর বড় বোন মোছাঃ লাভলী আক্তার কে মারধর করে জখম করে এক পর্যায়ে স্থানীয়রা থামিয়ে দেন এরই জের ধরে জাকারিয়ার বড় ভাই জাহাঙ্গীর এসে পুণরায় বিবাদ সৃষ্টি করে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের এলোপাথাড়ি মার ধর শুরু করে এক পর্যায়ে জাকারিয়ার কয়েকটি লাঠির আঘাত কুলসুম আরা নামে এক গৃহবধূর মাথায় লাগে এ সময় ঐ গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের লোকজন দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহত ঐ গৃহবধূ ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের ছোট ভিমলপুর গ্রামের মোঃ বাদশা মিয়ার স্ত্রী।
এ বিষয়ে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।