Tuesday , 28 October 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনন্দ মিছিল অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ মিছিল করেছে ফুলবাড়ী উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দরা।

 

মঙ্গলবার ২৮ অক্টোবর ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের অংশগ্রহণে বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল যুগ্ন আহবায়ক শাহেদ ইসলাম যুবদল নেতা মাসুদ রানা শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামেদুল ইসলাম মাষ্টার বেতদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম খয়ের বাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হাসানসহ উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নিঃসন্দেহে অংশগ্রহণ করছে এবং এই নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই সামনে নির্বাচনকে ঘিরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বক্তারা আরও বলেন সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেক জেল জুলুম নির্যাতন সহ্য করেছি এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর পরিষ্কার বলে দিতে চাই যারা রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছে তাঁদের মূল্যয়ন করা হোক আগামীতে দেশের ভাবমূর্তি ফিরে পেতে অন্যতম ভূমিকা রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং আগামীর বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিক ধানের শীষ মুখী করতে হবে।

Check Also

বেলকুচিতে ২৮ অক্টোবরের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ছিলো দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্রের …