Friday , 28 November 2025

গোয়ালন্দে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে শ্রমিক দলের গণসংযোগ ও মটর শোভাযাত্রা অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

সন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে বিজয়ী করতে মাঠে নেমেছে গোয়ালন্দ উপজেলা শ্রমিক দল।

শোভাযাত্রা শেষে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২২৮৪) কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে বিজয়ী করার লক্ষে উপজেলা শ্রমিক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।

২৮ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য ও নির্বাচনী র‍্যালী বের হয়। র‍্যালীটি হামিদ মৃর্ধার হাট হয়ে গোয়ালন্দ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালীতে অংশ নেয় শতশত শ্রমিক, পরিবহন কর্মী ও বিএনপি–শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। কর্মসূচির কারণে গোয়ালন্দের ঘাট এলাকা ও বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শ্রমিকদের হাতে ছিল প্রার্থীর ছবি সম্বলিত পোস্টার এবং গণসমাবেশের পরিবেশ। এছাড়াও র‍্যালীতে অংশ নেয় রিক্সা চালক শ্রমিক, ইজিবাইক চালক শ্রমিক, পরিবহণ শ্রমিক এবং প্রতিবন্ধীরাও।

র‍্যালীতে অংশ নেওয়া শ্রমিক নেতা-কর্মীরা বলেন, গোয়ালন্দের শ্রমিক সমাজ সবসময় অবহেলিত। শ্রমিকবান্ধব নেতৃত্ব হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে আমরা আমাদের আশা ও আস্থার প্রতীক মনে করি। তাই তাকে বিজয়ী করার জন্য আমরা মাঠে আছি এবং দিনরাত প্রচারণা চালাচ্ছি।

শ্রমিক দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অতীতে শ্রমিকদের কল্যাণে যেভাবে পাশে ছিলেন, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা ধরে রাখবেন বলে তাদের বিশ্বাস। তারা বলেন, বর্তমান সময় পরিবর্তনের। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও এলাকায় উন্নয়ন ফিরিয়ে আনতে খৈয়মের কোনো বিকল্প নেই।

র‍্যালী চলাকালীন গোয়ালন্দ বাজারের বিভিন্ন দোকানদার, স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পথচারীরাও র‍্যালীটি দেখতে এগিয়ে আসেন। অনেকেই শ্রমিকদের উচ্ছ্বাস দেখে সমর্থন জানান এবং নির্বাচনের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক দলের নেতারা ঘোষণা দেন যে আগামী দিনগুলোতে আরও বড় জনসমাবেশ, ঘরে ঘরে প্রচারণা ও শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে।

গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি, মো: সরোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন: জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মো: শাহ আলম, জেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, মো: ওসমান খান, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মো: মোহন মন্ডল,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর শরীফ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, আবুল কাশেম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি লালন শেখ, সাধারণ সম্পাদক মজনু মোল্লা, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, রাজবাড়ী পৌর শ্রমিক দলের সভাপতি মো: হারুন অর রশিদ, সহ-সভাপতি, জামাল ফকীর, ফেরদৌস দেওয়ান, মো: সুমন মোল্লা, উপজেলা পরিবহণ শ্রমিক দলের সভাপতি, শহীদ মোল্লা, সাধারণ সম্পাদক, মেহেদী কামাল, দৌলতদিয়া শ্রমিক দলের সভাপতি, মো: নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী হকার্স শ্রমিক দলের সভাপতি আ: ছাত্তার বিশ্বাস সহ অন্যান্যরা।

শোভাযাত্রা শেষে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২২৮৪) কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে বিজয়ী করার লক্ষে উপজেলা শ্রমিক দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। আশা করছি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে রাজবাড়ী-১ আসনে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো। রাজবাড়ীর উন্নয়নে জন্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে নির্বাচিত করতে হবে।

Check Also

মোংলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা …