Saturday , 9 August 2025

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান আলেম -ওলামা’র ভূমিকা শীর্ষক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

জু লাই গণ-অভ্যুত্থানে আলেম -ওলামা’র ভূমিকা শীর্ষক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স এর পেশ ইমাম মওলানা মোঃ আল আমিন।

 

জুলাই গণঅভ্যুত্থানে শুধু ছাত্র, অভিভাবক ছিলেন না, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আলেম ওলামা গণ, বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন।

জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার (৪ আগস্ট২০২৫) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষিশ্রম বিষয়ক উপ-সম্পাদক মুফতী মুহিবুল্লাহ সিরাজী, বাংলাদেশ খেলাফত মজলিশ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আহমাদুল্লাহ সিরাজী, হেফাজতে ইসলাম সিরাজগঞ্জের আমীর মুফতী মোঃ নজরুল ইসলাম, ছাত্রপ্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ,জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জ এর ইমাম মাওলানা মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদ এর মুয়াজ্জিন মোঃ রেদওয়ানুল হক সোহাগ। এসময়ে অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক আলেম – ওলামাগন উপস্থিত ছিলেন। বক্তাগন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শুধু ছাত্র, অভিভাবক ছিলেন না, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আলেম ওলামা গণ, বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন। আমাদের এই বীরত্ব গাথা আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ । আমরা যেন যথাযথ মূল্যায়িত হই , তবেই আমাদের সার্থকতা ।

Check Also

উল্লাপাড়ায় রিনা হত্যা: দুই সপ্তাহেও গ্রেফতার নেই

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামের আলোচিত গৃহবধূ …