॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সার্বিকভাবে সহায়তা করে দাতা সংস্থা তেরে দেস হোমস (টিডিএইচ)।
সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি দৌলতদিয়া যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার শিশুদের সুরক্ষা,পাচার প্রতিরোধ,বাল্য বিবাহ বন্ধ,শিশু পতিতাবৃত্তি বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে ।
সভায় সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। সভায় উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা মোঃ রুহুল আমিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গনস্বাস্হ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার দাস,
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য চম্পা বেগম, টিডিএইচ এর গবেষনা সহকারী মোঃ আব্দুর রশিদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন,সাধারন সম্পাদক শামীম শেখ, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, দৌলতদিয়া চাইল্ড ক্লাবের চেয়ারম্যান জয় হোসেন, সেক্রেটারী রজনী আক্তার প্রমূখ।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি দৌলতদিয়া যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার শিশুদের সুরক্ষা,পাচার প্রতিরোধ,বাল্য বিবাহ বন্ধ,শিশু পতিতাবৃত্তি বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে । ২০১১ সাল হতে অদ্যবধি এ কমিটি ২১৫ জন কন্যা শিশুকে যৌনপল্লীতে বিক্রি হওয়া থেকে উদ্ধার, ৩৫ শিশুকে বাল্য বিয়ে হতে রক্ষা এবং ২৫ শিশুকে সহিংসতা হতে রক্ষা করেছে।