॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জদের এলাকায় যে সকল পূজামণ্ডপ রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে আসা ব্যাক্ত করে জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জদের এলাকায় যে সকল পূজামণ্ডপ রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। এবং পূজা উদযাপন পরিষদ কমিটি সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব মোঃ আব্দুল হালিম,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও জেলার সকল উপজেলার পূজা উদযাপন পরিষদ কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।