Saturday , 24 January 2026

সাতক্ষীরায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

দু র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ২২ জুলাই) বেলা ১২ টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণিতে ম্যানগ্রোভ সভা ঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রীন ফোর্স বাংলাদেশ, সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গ্রীন ফোর্স বাংলাদেশ, সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মুজাহি উদ্দীন (অবঃ), খুলনা বিভাগীয় সভাপতি ও ন্যাশনাল কো-অর্ডিনেটর ডাঃ এস.এম. হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ফোর্স বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শাকিলা ইয়াসমিন মেরী এবং সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার : সহ-সভাপতি পবিত্র মোহন দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক কবি স ম তুহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক আমির খান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড.আবুল কালাম, অর্থ বিষয়ক সম্পাদক অধ্যাপক হোসেন আলী, দপ্তর সম্পাদক মহিউদ্দিন আহমেদ, যুব বিষয়ক সম্পাদক (পুরুষ) এড.আকবর হোসেন, যুব বিষয়ক সম্পাদক (মহিলা) রাজিয়া ছিদ্দিকা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: মোমেনা খনম, প্রচার সম্পাদক শেখ আফজাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মনিরুজ্জামান , নির্বাহী সদস্য মো.আ: রহমান, রঞ্জিত কুমার বর্মন,অধ্যাপক পাল সুভাশিষ, তহমিনা ডলি, গাজী জাহাঙ্গীর আলম, শেখ রফিকুল ইসলাম, খায়রুল কবীর , রিমি খাতুন,লাখি আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। এজন্য সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। নাগরিকদের অংশগ্রহণ ও মূল্যবোধ জাগ্রত করেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব। সভায় জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও মতামত তুলে ধরেন। গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

Check Also

সরকার গঠন করতে পারলে ইনসাফভিত্তিক রাষ্ঠ গঠন করা হবে – সিরাজগঞ্জে ডঃ শফিকুল রহমান

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ …