Sunday , 19 October 2025

রায়গঞ্জে ডিজিটাল ট্রান্সফরমেশন ও ফুলজোর নদীর উপর সেতু নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডিজিটাল ট্রান্সফরমেশন, ফুলজোর নদীর উপর সেতু নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন এবং পৌরসভায় পরিকল্পিত নগরায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আলোচকবৃন্দ রায়গঞ্জের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনসাধারণ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ধানগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও রায়গঞ্জ পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব জনাব মোঃ সাইফুল্লাহ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোছাঃ আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব শাহাদাত হোসেন,এলজিইডি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ রেজাউর রহমান, এবং পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মুখলেছুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শামসুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন কবির। আলোচকবৃন্দ রায়গঞ্জের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন ও পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনসাধারণ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Check Also

মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির সাধারণ সম্পাদক শামীম

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ বাং লাদেশ জাতীয়তাবাদী মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পুর্ণাঙ্গ …