॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
আ সন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ৭ দফা দাবি নিয়ে ১৯ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ডাড়িপাল্লার ব্যানার নিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।
১৯ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশে দলে দলে যোগদান করার নেতৃবৃন্দদের আহ্বান জানান।
১৭ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ এর সামনে থেকে ব্যানার নিয়ে মিছিলটি বের হয়ে ছোট যমুনা ব্রীজের উপর দিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিমতলা মোড় ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে ১৯ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে ফুলবাড়ী উপজেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, ১৯ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশে দলে দলে যোগদান করার নেতৃবৃন্দদের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য সাবেক জেলা শিবিরের সভাপতি সুলতানুল আলম,উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মঞ্জুরুল হক,পৌর আমীর জয়নাল আবেদীন,শিবিরের সাবেক কেন্দ্রীয় দাহয়াহ সম্পাদক ও পৌর সেক্রেটারী হাফেজ মুজাহিদুল ইসলাম,ফুলবাড়ী উপজেলা শিবির সভাপতি তানভীর ইসলাম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার অত্র পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও সমর্থনবৃন্দরা উপস্থিত ছিলেন।