Wednesday , 24 December 2025

নিঝুমদ্বীপে বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালী বিচ্ছিন্ন দীপ উপজেলা হাতিয়ায় ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টার সময় নিঝুম দ্বীপ ইউনিয়নের বন্দর টিলা বাজারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 জাহাজমারা ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি আবদুরব শাহারাজ সহ নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

ইকবাল উদ্দিন রাশেদ ও আলাউদ্দিন আলোর সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোঃ ফজলুল আজিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস শামীমা আজিম, উপস্থিত ছিলেন, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, আরো উপস্থিত ছিলেন জাহাজমারা ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি আবদুরব শাহারাজ সহ নিঝুম দ্বীপ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

Check Also

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নে দিনাজপুর …