Wednesday , 17 September 2025

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান তিনি বলেন এবারে ফুলবাড়ী উপজেলায় ৬২ টি পূজামণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপ তালিকা করে ৫০০ কেজি করে চাল সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হবে।

বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলার পূজা উদযাপন পরিষদ কমিটির সদস্যগণ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সার্বিক সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।
এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সিকিউরিটি সিস্টেম সহ সার্বিক সহযোগিতা করার কথা জানান এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কথা জানান।

সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম,এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে হবে আসা ব্যাক্ত করে তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব এই উৎসব শান্তিপূর্ণভাবে যেন পালন করতে পারে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান তিনি বলেন এবারে ফুলবাড়ী উপজেলায় ৬২ টি পূজামণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপ তালিকা করে ৫০০ কেজি করে চাল সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হবে।

এ সময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন কাজী নাঈম হোসেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিতা মন্ডল। ফুলবাড়ী উপজেলার পূজা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আনন্দ কুমার গুপ্তা। পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী। বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাদ।

৭নং শিবনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম মাষ্টার।
৬নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
৫নং খয়ের বাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন। ৪নং বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান।

৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া। ২ নং আলাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাখির বাবলু। ১ নং এলুয়াড়ী ইউনিয়নের প্যানেল ওয়ার্ড সদস্য ফয়জার মেম্বার সহ পূজা উদযাপন পরিষদ কমিটির সদস্যগণ বক্তব্য রাখেন।

Check Also

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ শা ন্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে …