॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে ৫ আগস্ট ৩৬ শে জুলাই গণ অভ্যুত্থান ২০২৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।
৩৬ জুলাই হিসেবে পরিচিত ২০২৪ সালের এই দিনে আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা দেশের স্বার্থে আহত পঙ্গুত্ব ও শহীদ হয়েছেন তাঁদের স্বরণীয় করে রাখতে আজ ৫ আগস্ট দিনটিতে আহতদের আশু সুস্থতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া সমাবেশের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলার ফুলবাড়ীতে ৫ আগস্ট ৩৬ শে জুলাই গণ ২০২৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।
মঙ্গলবার ৫-আগষ্ট সকাল ১১টায় ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ এর সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশে ৫-আগষ্ট ৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান ২০২৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনের দাঁড়িপাল্লার প্রতিক প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, ফুলবাড়ী উপজেলা শাখার জামায়াতে আমির মাওলানা হাবিবুর রহমান,জেলা ইউনিট সদস্য সাবেক জেলা শিবিরের সভাপতি সুলতানুল আলম,উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মঞ্জুরুল হক,পৌর আমীর জয়নাল আবেদীন, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাহয়াহ সম্পাদক পৌর হাফেজ মুজাহিদুল ইসলাম সহ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট স্বরণীয় ৩৬ জুলাই হিসেবে পরিচিত ২০২৪ সালের এই দিনে আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা দেশের স্বার্থে আহত পঙ্গুত্ব ও শহীদ হয়েছেন তাঁদের স্বরণীয় করে রাখতে আজ ৫ আগস্ট দিনটিতে আহতদের আশু সুস্থতা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্য শেষে ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দিবস ২০২৫ উপলক্ষ্যে সমাবেশ ও গণমিছিলের একটি র্যালী নিয়ে দাঁড়িপাল্লার স্লোগান দিতে দিতে ফুলবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।