Friday , 30 January 2026

বেলকুচিতে বেলকুচি থানা অফিসার ইনচার্জ এর উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ঙ্গলবার সকাল ১১টায় বেলকুচি থানার প্রাঙ্গণে বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর উদ্যোগে ও তার সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা ২০২৫ খ্রিষ্টাব্দ উদযাপন উপলক্ষে এ নিরাপত্তা বিষয়ক ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বক্তাগন আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন কিভাবে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা যায় সেই সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বেলকুচি উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার ৭৪ টি পূজামন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর, বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ রায়, বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গ্ৰাম ডাক্তার অমৃত নারায়ন দেব, অনুষ্ঠানে বক্তাগন আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন কিভাবে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করা যায় সেই সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বেলকুচি উপজেলা সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

Check Also

ক্ষমতার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয়,ক্ষমতায় যাবার পর জনগন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে : ডা.শফিকুর রহমান

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ যা রা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন …