॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
প্র বাসীর অধিকার,,, আমাদের অঙ্গীকার… বৈষম্যহীন বাংলাদেশ.. আমাদের সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ৫ মে ২০২৫ সিরাজগঞ্জ শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সাথে সচেতন মূলক কর্মশালা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবৈধ হাসিনা সরকারের অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চুড়ান্ত রুপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে।
অতিরিক্ত জেলা প্রশাসক জনাব গণপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষ হয়ে বিদেশ গেলে সম্মান, অর্থ, দুই-ই – মেলে। বিদেশ যাওয়ার আগে জেনে বুঝে, সতর্কতা অবলম্বন করে যেতে হবে।
কোন এজেন্সি দুর্নীতি করলে , প্রমাণ পেলে ঐসব এজেন্সির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব রোজিনা আক্তার, প্রবাসী কল্যাণ ডেক্স সহকারী কমিশনার মোহাম্মদ আখিরুজ্জামান, সিরাজগঞ্জ মেরিন একাডেমির অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, এনজিও প্রতিনিধি, বিদেশ ফেরত কর্মী, বিদেশগামী যাত্রী, কৃষক, স্কুল কলেজের শিক্ষক, গণমাধ্যম কর্মী সহ সুধী বিন্দু উপস্থিত ছিলেন ।
উক্ত সেমিনারে প্রবাসীদের নানা সমস্যা ও তাহার সমাধানের উপায় এবং জিডিপি – তে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।