॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় হরিণের মাংস সহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার আফাজিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদীন।আটককৃত জাহিদের বিরুদ্ধে স্থানীয় বনবিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম বাদী হয়ে বন্য প্রাণী নিধন ও পাচার আইনে থানায় একটি মামলা দায়ের করেন । পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে
আটককৃত জাহিদ উদ্দিন (৩০) হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে।
জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আফাজিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী জসিম উদ্দিন কে আটকের পর তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করে । পরে তাকে বন বিভাগের কাছে সোপর্দ করা হয়।
আটককৃত জাহিদের বিরুদ্ধে স্থানীয় বনবিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম বাদী হয়ে বন্য প্রাণী নিধন ও পাচার আইনে থানায় একটি মামলা দায়ের করেন । পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার উপ-পরিদর্শক মিনহাজুল আবেদীন জানান, আটক জাহিদকে বন বিভাগের করা মামলায় আটক দেখানো হয়েছে। এই চক্রের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।