॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
১ ১ অক্টোবর ২০২৫. সিরাজগঞ্জ জেলায় আলো ছড়ানো সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মডেল স্কুল এর আয়োজনে, কোন বিদ্যালয়ে ভর্তি হয়নি,- এমন কচি কাঁচা শিশুদের অংশগ্রহণে বাচ্চাদের স্কুলমুখী ও লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করতে , অনুষ্ঠিত হয়েছে Fun Day at School., প্রথমে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়, পরে কোমলমতি শিশুদের একে, একে, কবিতা, ও ছড়া বলার সুযোগ দেওয়া হয়।
এছাড়াও সকল শিক্ষক-শিক্ষিকাগণ এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। কচিকাঁচাদের শুভেচ্ছা ক্লাস পরিচালনা করেন”নাহিদ মিস্” তিনি ব্ল্যাকবোর্ডে সংখা লিখে সেই সংখ্যা দিয়ে বিভিন্ন পশু পাখির ছবি এঁকে বাচ্চাদের আকৃষ্ট করেন এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দেন ।
এ সময় স্বতঃস্ফূর্তভাবে কোমলমতি শিশু ছেলেমেয়েরা নিজেদের প্রতিভা বিকাশ করে । আজকের এই মিলনমেলা যেন, ফুটন্ত একটি লাল গোলাপের ফুলের বাগানের মতই মনে হয়েছিল। এরাই আগামীর বাংলাদেশ । এখন থেকেই এদের প্রতি যত্ন সহকারে নার্সিং করলে , এরাই হবে আগামীর জজ ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং রাষ্ট্রপ্রধান ।
শহীদ মডেল স্কুলের পরিচালক জনাব হাছানুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শহিদুর রহমান উপ পরিচালক, রাজ মাহমুদ সরকার প্রধান শিক্ষক, এছাড়াও সকল শিক্ষক-শিক্ষিকাগণ এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। কচিকাঁচাদের শুভেচ্ছা ক্লাস পরিচালনা করেন”নাহিদ মিস্” তিনি ব্ল্যাকবোর্ডে সংখা লিখে সেই সংখ্যা দিয়ে বিভিন্ন পশু পাখির ছবি এঁকে বাচ্চাদের আকৃষ্ট করেন এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দেন ।
এরপর গানের মাধ্যমে উজ্জ্বল স্যার বাচ্চাদের ছড়া শেখানোর ধরন ছিল খুবই মনোমুগ্ধকর। অন্যান্য স্কুলের তুলনায় শহীদ মডেল স্কুলে প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানের ধরন দেখে ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ মুগ্ধ হয়েছেন। প্রতিবছর এই স্কুল থেকে ক্যাডেটে চান্স পাওয়া সহ এসএসসিতে জিপি ৫ সহ ১০০% পাশের হার । সিরাজগঞ্জ শহরের আলো ছড়ানো অন্যতম স্কুল শহীদ মডেল স্কুল ।