॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে ১-শত লিটার দেশীয় মদ ও মদ তৈরির ট্যাবলেটসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আমরা সংবাদ পেয়েছি নেপাল হাসদা দীর্ঘদিন ধরে দেশীয় মদ তৈরি করে ছোট বড় সকলের কাছে বিক্রি করে আসছে রবিবার ২১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম নিয়ে নেপাল হাসদার বসতবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১-শত লিটার দেশীয় মদ ও মদ তৈরির উপকরণসহ নেপাল হাসদাকে গ্রেফতার করা হয়।
রবিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে এস আই কমলাক্লান্ত একটি চৌকস টিম নিয়ে উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর টাওয়ারের মোড় সংলগ্ন আদিবাসী পাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১-শত লিটার দেশীয় মদ ও মদ তৈরির ট্যাবলেট সহ নেপাল হাসদা নামে একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই কমলাকান্ত’র সাথে কথা বললে তিনি বলেন আমরা সংবাদ পেয়েছি নেপাল হাসদা দীর্ঘদিন ধরে দেশীয় মদ তৈরি করে ছোট বড় সকলের কাছে বিক্রি করে আসছে রবিবার ২১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম নিয়ে নেপাল হাসদার বসতবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১-শত লিটার দেশীয় মদ ও মদ তৈরির উপকরণসহ নেপাল হাসদাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন ফুলবাড়ী থানার পাশ দিয়ে সিমান্তবর্তী এলাকা হওয়াই মাদকের উৎপাত কিছুটা বেশি সেই বিষয়টি মাথায় রেখে মাদক প্রতিরোধে আমরা চিরুনি অভিযান শুরু করেছি এ পর্যন্ত আমরা ৯৮ জন মাদক কারবারি,মাদকসেবী ও চোরাচালানের গডফাদারদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি সেই লক্ষ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১-শত লিটার দেশীয় মদ ও মদ তৈরির ট্যাবলেট সহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি মাদকবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠিয়েছি।