Tuesday , 20 May 2025

উল্লাপাড়ায় জমে উঠেছে বৃক্ষমেলা

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ক্রেতা-দর্শনার্থী আর বৃক্ষ প্রেমীদের পদচারণে মুখর হয়ে উঠেছে উল্লাপাড়ার বৃক্ষমেলা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে স্টলগুলো সাজানো হয়েছে দেশি-বিদেশি সহ বিভিন্ন প্রজাতির ফল, ফুল, কাঠ ও ওষুধি গাছের চারা দিয়ে।

 

নিজ মালিকানা জায়গাতেই সাব-মার্সেবল বসানো কাজ করছে তারা। এটা সরকারের জায়গা নয়। বাখুয়া মৌজার ৬০২৮ দাগে মোট ৬.৩৭ শতক জায়গার মালিকানা নিয়ে সরকারের সাথে তাদের মামলা চলমান রয়েছে।

রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সরকারি জায়গায় অবৈধ নলকুপ স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হয়।পাশ্ববর্তী জায়গার মালিক ও সরকারের বিরুদ্ধে অর্পিত সম্পত্তির উপর মামলাকারী মনি জানান, এই জায়গা তাদের নামীয় সম্পত্তি।

নিজ মালিকানা জায়গাতেই সাব-মার্সেবল বসানো কাজ করছে তারা। এটা সরকারের জায়গা নয়। বাখুয়া মৌজার ৬০২৮ দাগে মোট ৬.৩৭ শতক জায়গার মালিকানা নিয়ে সরকারের সাথে তাদের মামলা চলমান রয়েছে।

পৌরসভার ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল খালেক জানান, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা রয়েছে। তাই অবৈধভাবে সাব-মার্সেবল (নলকুপ) স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উজ্জ্বল হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, অবৈধভাবে সরকারি জমি দখল করে গভীর নলকুপ বসানো বন্ধ করে দেওয়া হয়েছে। জনগণ যাতে অবাধে চলাচল করতে পারে তার জন্য জায়গা খালি করার কথা বলা হয়েছে।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …