॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ সদর থানার এজাহার কপির বর্ণনা মোতাবেক জানা যায় : মোছা: আতিয়া পারভীন (৪৭), স্বামী মৃত : আব্দুর রশিদ । সাং: নয়ন মোড়, ওয়ার্ড নং ৫, সিয়াম মোড়, বকুলতলা। সিরাজগঞ্জ পৌরসভা, থানা ও জেলা : সিরাজগঞ্জ সদর। জাতীয় পরিচয় পত্র নং : ৮৮১৯৪৬৫৬১৭৫৩৪ মোবাইল নং, ০১৭১২-৬৭১০৩৬ সিরাজগঞ্জ সদর থানার এজাহার কফির বর্ণনা মতে :
মেইন গেটের তালা খুলে, বাসার ভিতরে ঢুকিয়া দেখিতে পাই, বাসার বারান্দার গ্রিলের দরজার তালা ও বাসার মেইন দরজার তালাও খোলা অবস্থায় আছে। ঘরে ঢুকিয়া দেখিতে পাই, ঘরের মধ্যে থাকা স্টিলের ট্রাঙ্ক, আলমারির তালা ভাঙ্গা, আলমারিতে রাখা সমস্ত কাপড়-চোপড় , এলোমেলো, তছনছ করা, কাগজপত্র, কাপড়-চোপড়, এলোমেলো অবস্থায় পড়ে আছে।
অভিযোগকারী আতিয়া পারভীন বলেন, গত: ১৩/০৪/২০২৫ সকাল অনুমান ৭ ঘটিকার সময় আমার সিরাজগঞ্জের বাসা তালাবদ্ধ কোরিয়া,স্ব-পরিবারে পিতার বাড়ি রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে যাই। পরদিন ১৪-০৪-২০২৫ তারিখ বিকেল ৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ সিয়াম মোড় বকুলতলার বাসায় এসে দেখতে পাই, আমার বাসার মেইন গেট তালাবদ্ধ অবস্থায় আছে।
মেইন গেটের তালা খুলে, বাসার ভিতরে ঢুকিয়া দেখিতে পাই, বাসার বারান্দার গ্রিলের দরজার তালা ও বাসার মেইন দরজার তালাও খোলা অবস্থায় আছে। ঘরে ঢুকিয়া দেখিতে পাই, ঘরের মধ্যে থাকা স্টিলের ট্রাঙ্ক, আলমারির তালা ভাঙ্গা, আলমারিতে রাখা সমস্ত কাপড়-চোপড় , এলোমেলো, তছনছ করা, কাগজপত্র, কাপড়-চোপড়, এলোমেলো অবস্থায় পড়ে আছে। নিম্ন বর্ণিত মালামাল গুলি নাই। ১৩/০৪/২০২৫ সকাল ৭ ঘটিকা হতে অনুমান ১৪/০৪/২০২৫ বিকেল ৫ ঘটিকার মধ্যে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন। অজ্ঞাতনামা চোরের দল, এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে সাক্ষী :
১. মো: হেলাল ২. মো: ফিরোজ আহমেদ, উভয়ের পিতা : মো: শামসুল হক। ৩. মো: তপু, পিতা: মৃত: আব্দুর রশিদ। সাং সয়া গোবিন্দ, থানা রোড, থানা ও জেলা : সিরাজগঞ্জ সদর। এ বিষয়ে মহল্লাবাসী আরো অনেকে অবহিত আছেন। চুরি যাওয়া মালামাল গুলি উদ্ধারের জন্য খোঁজ খবর কোরিয়া কোন তথ্য না পাওয়ায়, সিরাজগঞ্জ সদর থানায় এজাহার দিতে বিলম্ব হইল। এমতাবস্থায় বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা বিশেষ প্রয়োজন ।
মালামালের বিবরণ :
১.৩ জোড়া স্বর্ণের কানের দুল, ওজন দেড় ভরি, আনুমানিক মূল্য ২,২৫,০০০/ টাকা, ২.নগদ অর্থ :২০,০০০/ টাকা, ৩.ব্যবহারী নতুন থ্রি পিস ও নতুন শাড়ী মূল্য = ৫০,০০০/ টাকা, ৪.একটি ৫২ ইঞ্চি সনি এলইডি টিভি মূল্য : ৬০,০০০/ টাকা, ৫.ফ্রিজে রাখা মাছ মাংস, মূল্য : ৫০০০/ টাকা, ৬.অন্যান্য জিনিসপত্র মূল্য : ২০,০০০/ টাকা,। সিরাজগঞ্জ সদর থানায় এই অভিযোগ দিতে গেলে, থানা থেকে জানানো হয়, আগামীকাল সকালে ১৫/০৪/২০২৫.মঙ্গলবার তদন্ত টিম পাঠানো হবে।