Friday , 4 July 2025

সবজি চাষে আব্দুল মোন্নাফ সফল কৃষক।

॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা , (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে কৃষক আব্দুল মোন্নাফ নিজেকে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

 

এরপর পুনরায় তিনি ৮০ হাজার টাকা ঋণ গ্রহন  করে সাড়ে তিন বিঘা জমিতে শসা পটল করোলা ঝিঙ্গা চিচিঙ্গা লাউ চাষে জমিতে পলিমার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছে।

এমন সময় তাঁকে অর্থনৈতিক ও কারিগরী সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশের স্বনামধন্য টেকসই ও মজবুত বেসরকারি প্রতিষ্ঠান আশা নিমগাছি ব্রাঞ্চ। আব্দুল মোন্নাফ বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে আশা কর্তৃক পরিচালিত এসএমএপি ঋণ ৪০ হাজার টাকা গ্রহণ করে প্রথমে বাণিজ্যিক ভাবে সবজি চাষে সফলতা অর্জন করেন। এরপর পুনরায় তিনি ৮০ হাজার টাকা ঋণ গ্রহন  করে সাড়ে তিন বিঘা জমিতে শসা পটল করোলা ঝিঙ্গা চিচিঙ্গা লাউ চাষে জমিতে পলিমার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছে।

আজ সোমবার (২৩জুন) সকালে মোন্নাফের কৃষি/সবজি বাগানে গেলেই জমিতে সারি সারি সবজির গাছ সবুজ বাগানে সেজেছে এমন চিত্রের দেখা মেলে। সবজি চাষ করে এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক আবুল মোন্নাফ। তাকে দেখে এলাকায় এখন অনেক কৃষক/কৃষাণী সবজি চাষে আগ্রহী হবেন বলে মনে করেন স্থানীয় কৃষি বিভাগ।

কৃষক আবুল মোন্নাফ গ্লোবাল সংবাদ কে জানান, আমি কৃষক মানুষ, সামান্য মজুরিতে অন্যের কাজ করে যা আয় করি তা দিয়ে খুব কষ্ট করে ছেলে-মেয়ের লেখাপড়ার যাবতীয় খরচের পাশাপাশি সংসার চালাতে খুবই হিমশিম খাচ্ছিলাম। এমন সময় অধিক আয়ের জন্য আশা থেকে ঋণ নিয়ে সবজি চাষ শুরু করে আলহামদুলিল্লাহ সফল হই। যার পুনরায় আবার ঋণ নিয়ে এবার কয়েক বিঘা জমিতে সবজি লাগাই। আশা করি এ সবজিতে ভালো লাভবান হতে পারব ইনশাআল্লাহ। এসময় আব্দুল মোন্নাফের সবজি চাষ মাঠ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আশা এনজিও সিরাজগঞ্জ শাখার সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রী) জনাব মোঃ আব্দুল খালেক, আশা নিমগাছি ব্রাঞ্চের সিনিয়র সহকারী ম্যানেজার শামীমা পারভিন সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Check Also

সলংগার রামকৃষ্ণপুরে ৪৪ তম বিসিএসে “নিরীক্ষা ও হিসাব”ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কৌশিকুর রহমান।

॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা , (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ স লংগার রামকৃষ্ণপুরে ৪৪ তম বিসিএসে “নিরীক্ষা …