Wednesday , 12 March 2025

উল্লাপাড়ায় বানিজ্যিকভাবে ফুলের চাষ করে উন্নতি করেছেন আবু বক্কার সিদ্দিক এবং ভালোবাসা দিবসে সুফল পাবার আশা

॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মৈত্র বড়হরে ফুলের নার্সারী করে স্বাবলম্বী হয়েছেন এই চাষী। উপজেলার বড়হর ইউনিয়নের মৈত্র বড়হর গ্রামের আবু বক্বার সিদ্দিক  বানিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ করে তার জীবন যাত্রায় অনেকটাই উন্নতি করেছে।

 

। আমরা তিনটি জমিতে ফুলের আবাদ করেছি মোটামুটি ভাবে তিনটি জমিতে মোট ১৩০ শতাংশ জমিতে চাষ করেছি। ১৪ ফেব্রুয়ারীতে ইনশাল্লাহ ভাল ফুলের বাজার পাবো ভাল সুফল পাবো। আমরা গোলাপের ভিন্ন ধরনের কালার আমাদের এই নার্সারীতে আছে।

আবু বক্বার সিদ্দিক বানিজ্যিকভাবে ফুলের নার্সারী করার পূর্বে বিভিন্ন জায়গায় থেকে ফুল সংগ্রহ করে ফেরি করে ফুল বিক্রি করতো এবং পরবর্তীতে অন্যের পরিত্যাক্ত ৫ শতাংশ জমিতে ফুলের নার্সারী শুরু করেন। এবং ফলাফল ভাল হওয়ার কারনে ১৩০ শতাংশ জমি লিজ নিয়ে মায়ের দোয়া নার্সারী নাম দিয়ে ব্যাপক আকারে শুরু করেন।

তার নার্সারীতে ছয় ধরণের গোলাপ ফুল ও চারা গাছ বিভিন্ন মোকাম বাজারে পাইকারী বিক্রি করেন। এছাড়াও তার নার্সারীর  নানা ধরণের ফুলের গাছের চারা মোকাম বাজারে পাইকারী বিক্রি করা হয়। আবার ব্যবসায়ীদের কেউ কেউ সরাসরি নার্সারী থেকে ফুল ও ফুলের চারা কিনে নেন।

আবু বক্কার সিদ্দিকীর ভাতিজা আবু তালেব জানান,তাদের নিজস্ব কোনো জমি নাই গ্রামের মানুষের নিকট হইতে লিজ নিয়ে এই নার্সারী করা হয়েছে। অনেক টাকা খরচ হয়েছে। এখন এই গোলাপগুলো কাটা হচ্ছে। আমরা টাকা পয়সা খরচ করেছি সেই হিসাবে ব্যবসা খারাপ না, ইনশাল্লাহ। এইটা বানিজ্যিকভাবে ব্যবসা করছি কিন্তু আমরা সরকারী কোনো সহযোগিতা পাই নাই। আমরা গরীব মানুষ এত টাকা পয়সা খরচ করে কষ্ট করে বিভিন্ন ফুলের চাষ করছি যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাহলে,

আমরা উৎপাদন আরো বাড়াইতে পারবো এবং এই ফুলের ব্যবসায় সুনাম ধরে রাখতে পারবো। আমরা তিনটি জমিতে ফুলের আবাদ করেছি মোটামুটি ভাবে তিনটি জমিতে মোট ১৩০ শতাংশ জমিতে চাষ করেছি। ১৪ ফেব্রুয়ারীতে ইনশাল্লাহ ভাল ফুলের বাজার পাবো ভাল সুফল পাবো। আমরা গোলাপের ভিন্ন ধরনের কালার আমাদের এই নার্সারীতে আছে। ১৪ ফ্রেব্রুয়ারীর উদ্দেশ্যে বেশি আশা করছি যে, আমরা ভাল সুফল পাবো। আমরা সাভার নবীনগর, ঢাকা শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে আমাদের গোলাপফুল যাচ্ছে এবং নবীনগর ও ঢাকা শাহবাগে আমাদের গোলাপের চাহিদা ভাল রয়েছে।

উল্লাপাড়া কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াছমিন সুমি বলেন,আমাদের উল্লাপাড়া উপজেলায় এ বছর প্রায় ১৫০ শতক জমিতে ফুলের চাষাবাদ হয়েছে তার মধ্যে বড়হর গ্রামে গোলাপ ফুলের কমার্শিয়ালভাবে চাষাবাদ করেছে একটা নার্সারী “মায়ের দোয়া” নার্সারী। তারা বিভিন্ন রকমের গোলাপসহ অন্যান্য ফুলের চাষাবাদ করে। এ ছাড়া আমাদের একজন উদ্যোক্তা আছেন উনি টিউলিপ এবং ডায়াবেটা চাষাবাদের উদ্যোগ হাতে নিয়েছেন আমাদের উল্লাপাড়া উপজেলাতে প্রায় ১৬ টির মত নিবন্ধনকৃত নার্সারী রয়েছে। যেহেতু এইবার বানিজ্যিকভাবে ফুল বিক্রী করে লাভবান হয়েছেন। আশাকরি সামনের বছর এইটা আরো উত্তরাত্তর বৃদ্ধি পাবে।

Check Also

মোংলায় ৫ বছরের শিশু ধর্ষন চেষ্টা মামলার আসামী বরগুনা থেকে গ্রেফতার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় ৫ বছরের শিশু ধর্ষন চেষ্টা মামলার আসামী মালেক …