Wednesday , 9 July 2025

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন রবিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া ও চরঝিকড়ী গ্রামে অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত দু’টি দোজালা গুড়ের কারখানায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতে ভেজাল গুড়ের কারখানার ফারুক হোসেন নামের একজনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সার্বিক তত্ত্বাবধানে এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানা পুলিশ ও আনসারের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতে ভেজাল গুড়ের কারখানার ফারুক হোসেন নামের একজনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


এছাড়া অভিযানে কয়েক লক্ষ টাকা মূল্যের প্রায় হাজার খানেক ড্রাম ভর্তি গুড় ও গুড় উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল গুঁড়িয়ে বিনষ্ট করা হয়।

Check Also

হাতিয়া উপজেলার তমরদ্দি ‘চর আতাউর’-এ বনভূমি ও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য গোচারণভূমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

॥  বিশেষ প্রতিনিধি ॥ বু ধবার (৯ জুলাই) বিকেল তিনটায় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে …