Friday , 4 April 2025

গোয়ালন্দের কৃতি সন্তান এডভোকেট সফিকুল ইসলাম ঢাকা জেলা জজ আদালতে অতিরিক্ত জিপি পদে নিয়োগ।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার গোয়ালন্দের কৃতি সন্তান এডভোকেট সফিকুল ইসলাম ঢাকার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত জিপি পদে নিয়োগ পেয়েছেন। গত ১৪ অক্টোবর আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

 

উল্লেখ্য এডভোকেট শফিকুল ইসলাম ৮.১২.২০০৯ সালে বার কাউন্সিলের লাইসেন্স পান ২০.১২. ২০০৯ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। পরবর্তীতে ১৫.৪.২০১৫ইং তারিখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্রাক্টিসের অনুমতি প্রাপ্ত হন। এছাড়া তিনি ২০১৫ সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …