Saturday , 18 October 2025

সৌদি আরবে কর্মরত রাজবাড়ী জেলার প্রবাসীদের সাথে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

বাং লাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সৌদি আরবে কর্মরত রাজবাড়ী জেলার নাগরিকদের সাথে মতবিনিময় সভা করছেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ীর উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। ২য় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ, ঢাকার সাথে ২য় পদ্মা সেতু দিয়ে রেলওয়ের যোগাযোগ স্থাপনের পরিকল্পনার নিয়েও প্রবাসীদের সাথে মতবিনিময় করেন।

শুক্রবার সৌদি আরবের সময় রাত ১১ টার সময় সৌদি আরবের দাম্মাম এলাকায় একটি অভিজাত হোটেলে দাম্মাম এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নাসিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক ইলাহী কবির। সৌদি আরব পূর্ব অঞ্চল দাম্মাম বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সবুজ,অনুষ্ঠান সঞ্চলনা করেন সৌদি আরব প্রবাসী শাহাদাৎ হোসেন।

মতবিনিময় সভা শেষে সৌদি আরব প্রবাসীগন আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। সৌদি আরব প্রবাসী তানজিম আহাম্মেদ সোহেল মোল্লা দাম্মামে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও নৈশভোজের বিষয়টি নিশ্চিত করেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ীর উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। ২য় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ, ঢাকার সাথে ২য় পদ্মা সেতু দিয়ে রেলওয়ের যোগাযোগ স্থাপনের পরিকল্পনার নিয়েও প্রবাসীদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গত ১১ অক্টোবর সস্ত্রীক পবিত্র ওমরাহ হজ্জ পালনের জন্য সৌদি আরব গমন করেন। প্রথম তারা মদিনায় হজরত মুহাম্মদ (সাঃ) রওজা মোবারক জিয়ারত করেন এর পর মক্কায় পবিত্র ওমরাহ হজ্জ পালন করেন। তিনি আগামী ২০ অক্টোবর পবিত্র ওমরাহ হজ্জ পালন শেষ দেশে ফিরে আসবেন।

Check Also

উল্লাপাড়ায় শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের প্রাণবন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো …