॥ বিশেষ প্রতিনিধি ॥
ঢাকার দোহারে বসতবাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এসময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভূক্তভোগী পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় (৬মার্চ) উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুন্সীকান্দা গ্রামের শেখ চুন্নু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এবিষয়ে জানতে অপর অভিযুক্ত আবু কালাম ও সুমন মোল্লার মোবাইলে একাধিক ফোন দিলে ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় চুন্নু মিয়ার ছেলে জাকির বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুতারপাড়া ইউনিয়নের মুন্সীকান্দা মৌজায় আব্দুর রব মোল্লা গং দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত সরকারি ১২ শতাংশ খাস জমি জোরপূর্বক দখল করে ব্যবহার করছিলো। গত বছর ২০২৪ সালে স্থানীয় শেখ চুন্নু মিয়াসহ ৯জন বাদি হয়ে জমিটি উচ্ছেদ করতে উচ্চ আদালতে একটি রিট করেন।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে উপজেলার মুন্সীকান্দা গ্রামে সরকারি খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ। এ সময় প্রায় ১২ শতাংশ খাস জমি দখলমুক্ত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল কামাল ওরফে আন্ডা কামাল, আবু কালাম, রাহিম, সুমন মোল্লা, রিফাত, আসলাম সহ ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শেখ চুন্নু মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর ও বাড়িঘর ভাংচুর করে। ভূক্তভোগী চুন্নু মিয়ার ছেলে জাকির হোসেন জানান হামলাকারীরা ঘরের আলমারি থেকে নগদ ২ লাখ টাকা ও ৩ ভরি ওজনের ২টি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে রব মোল্লা সহ ১১জনের নাম উল্লেখ করে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আবলু কামাল ওরফে আন্ডা কামালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী জানান ফারজানা আক্তার বলেন, ইফতারের পর চুন্নু মিয়ার ছেলে জাকির আমাদের বাড়ির রাস্তায় আগুন ধরিয়ে দিলে আমরা তা প্রতিহত করি। তারা নিজেরা তাদের বাড়িতে হামলা করে আমাদের দায় চাপিয়ে দিচ্ছে।
এবিষয়ে জানতে অপর অভিযুক্ত আবু কালাম ও সুমন মোল্লার মোবাইলে একাধিক ফোন দিলে ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় চুন্নু মিয়ার ছেলে জাকির বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।