॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এক ব্যবসায়ীকে মারধর করে ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
আবুল হোসেনের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে আবুল হোসেন কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে গত ২৫ শে আগস্ট ফজরের নামাজের পর সৈয়দপুর গ্রামের নিজ বাড়ী থেকে দোকানের মাল ক্রয় করার জন্য ১লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে রওনা দেন আবুল হোসেন।
গ্রামের শেষ মাথায় পাকা রাস্তা সংলগ্ন আবুল হোসেন পৌঁছালে ঐ গ্রামের ২ জন ব্যক্তি গফফার ও তাঁর ছেলে রাসেল আবুল হোসেনের পথরোধ করে আচমকা মারধর করে আবুল হোসেনের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে আবুল হোসেনের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে আবুল হোসেন কে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়েছে পূর্ব থেকেই বিবাদী গফফার গং এর সাথে জমিজমা সংক্রান্তে পারিবারিক বিরোধ চলে আসছিল আবুল হোসেনের।
এবং বিবাদী গফফার ও তাঁর ছেলে বিভিন্ন সময়ে আবুল হোসেন ও তাঁর পরিবারের উপর ভয়ভীতি সহ জীবননাশের হুমকি প্রদান করে আসছে এই প্রেক্ষিতে প্রস্তুতি নিয়ে গত ২৫ আগস্ট ভোরে আবুল হোসেন দোকানের মাল ক্রয় করার জন্য বাড়ী থেকে রওনা দিলে রাস্তারোধ করে আচমকা বেধড়ক মারপিট করে আবুল হোসেনের কাছে থাকা নগদ অর্থ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় গফফার ও তাঁর ছেলে রাসেল।
এই অভিযোগে আবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যগণ আইনগত ভাবে সুষ্ঠু বিচার দাবি করেন।