Wednesday , 3 September 2025

উল্লাপাড়ায় সরকারি সড়কের গাছ কেটে বিক্রির অভিযোগ !

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া, (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামারা টু প্রতাব রাস্তার ১৭ টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে বাবু ইসলাম নামের এক যুবক বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারের কোন অনুমতি ছাড়াই তিনি সড়কের এ সমস্ত গাছ কেটে বিক্রি করেন।

 

সোমবার সকালে কুচিয়ামারা টু প্রতাব রাস্তার ইউক্যালেপটাস্ সহ ১৭ টি গাছ কেটে নেয় বৃক্ষখেকো বাবু। স্থানীয়রা নিষেধ করলে পেশি শক্তির ভয় দেখিয়ে তিনি গাছগুলো কেটে পাশের প্রতাব বাজারের ‘স’ মিলে হাসান বেপারির কাছে বিক্রি করেন বলে অভিযোগ করে এলাকাবাসী।

যার আনুমানিক মুল্য ২ (দুই) লক্ষ টাকা। বাবু আলিয়ারপুর গ্রামের রহমত আলীর ছেলে। ইতিপূর্বেও এই সড়ক থেকে বেশকিছু গাছ কেটে বিক্রি করে দুবৃত্তরা। স্থানীয় জনগণের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, সোমবার সকালে কুচিয়ামারা টু প্রতাব রাস্তার ইউক্যালেপটাস্ সহ ১৭ টি গাছ কেটে নেয় বৃক্ষখেকো বাবু। স্থানীয়রা নিষেধ করলে পেশি শক্তির ভয় দেখিয়ে তিনি গাছগুলো কেটে পাশের প্রতাব বাজারের ‘স’ মিলে হাসান বেপারির কাছে বিক্রি করেন বলে অভিযোগ করে এলাকাবাসী। গণমাধ্যমকর্মীরা এ সময় ঘটনাস্থলে পৌছিলে তারাহুরো করে গাছ ভর্তি ভ্যান নিয়ে প্রতাব বাজারের দিকে পালিয়ে যায় বেপারি হাসান ও বাবু।

এব্যাপারে অভিযুক্ত বাবু’র সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার সীমানার গাছ আমি কেটেছি। কার কি বলার আছে তাতে। কোন আইন মানি না।

বাঙ্গালা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম এব্যাপারে গণমাধ্যমকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৭ টি গাছ কাটার অভিযোগ মিলেছে। তদন্ত রির্পোট অগ্রগামী করা হয়েছে।

এব্যাপারে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার স্বর্নালী জানান, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার তদন্ত রির্পোট পেয়েছি, মঙ্গলবার সকালে রাস্তা ও ব্যক্তিগত জায়গার সীমানা নির্ধারণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Check Also

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে সদরনপৌরসভা ১-০ গোলে জয়ী।

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বু ধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে …