Friday , 12 September 2025

শ্যামনগরে বিষ দিয়ে ধানের ফসল ক্ষতির অভিযোগ

॥ নুরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা)  প্রতিনিধি ॥

সা তক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী বিলে ঘাষ ধ্বংস করা বিষ দিয়ে ধানের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।

স্থানীয় মুশফিকুর রহমান, মোঃ ইদ্রিস আলী, বেল রানী , মোঃ ইকবাল হোসেনসহ অনেকে বলেন , ভবসিন্দু একজন হিংস্র ব্যক্তি। সে প্রতিনিয়ত এলাকার সাধারণ মানুষের ক্ষতি সাধন করে আসছে। ইতি পূর্বে সে এক যোগে এলাকার বারটি বৈদ্যুতিক মিটার কর্তন করে।

এ বিষয়ে ভুক্তিভোগী শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার , সেনাবাহিনী ও শ্যামনগর অফিসার ইনচার্জ বরার লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি গ্রহন করছেন বলে জানা যায়। সরজমিনে দেখা যায় , মানিকখালী গ্রামের হাজারী লাল মন্ডরের পুত্র কুমুদ রঞ্জন মন্ডলের ধানের ফসলে ঘাষ ধ্বংস করা বিষ দিয়ে ধানের ফসল নষ্ট করেছে একই এলাকার নিত্যনন্দ মন্ডলের পুত্র ভবসিন্দু মন্ডল।

কুমুদ বলেন , আমি এলাকার অসহায় কৃষকদের কথা বিবেচনা করে অন্যের ২ একর জমি হারীতে গ্রহন করে কৃষদের চাষাবাদ করতে দেই। এ বছর আমাদের এলাকার মৃত শচিন মন্ডলের পুত্র মিলন মন্ডল , প্রফুল্ল মন্ডলের পুত্র জগদীশ মন্ডল , সিরিজ যোদ্দারের পুত্র বিষ্ণপদ মন্ডলকে চাষাবাদ করতে দেই। ভারি বর্ষার কারনে বেশ কয়েকবার তারা ধানের বীজ পবন করে রোপন করে। বর্তমানে ধানের ফসল অনেক ভাল।

১০ ই সেপ্টেম্বর ( বুধবার) সন্ধ্যায় ভবসিন্দু তার ঘেরের ভেঁড়ীর খাস ধ্বংস করার জন্য বিষ স্প্রে করে। আমি দেখে বাড়ীতে যায়। সকালে আমার ধানের জমিতে গিয়ে দেখি ধানের ফসল শেষ। ভবসিন্দুকে আমি জিজ্ঞাসা করি। কিন্তু সে আমার কথায় তোয়াক্কা করে না। কুমুদ আরও বলেন ভবসিন্দু ইতি পূর্বে আমার ছয়টি ছাগল মেরে ফেলে । তাছাড়া আমার ঘেরে বিশ প্রয়োগ করে। সে দেশীয় অস্ত্র নিয়ে আমাকে হত্যার জন্য বার বার চেষ্টা করে চলেছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত বেশ কয়েকবার অভগত করেছি। স্থানীয় মুশফিকুর রহমান, মোঃ ইদ্রিস আলী, বেল রানী , মোঃ ইকবাল হোসেনসহ অনেকে বলেন , ভবসিন্দু একজন হিংস্র ব্যক্তি। সে প্রতিনিয়ত এলাকার সাধারণ মানুষের ক্ষতি সাধন করে আসছে। ইতি পূর্বে সে এক যোগে এলাকার বারটি বৈদ্যুতিক মিটার কর্তন করে।

অন্যের ঘেরে পুকুরে বিষ প্রয়োয় করে ক্ষতি সাধন করে। মানুষের ক্ষতি করা তার নেশা। অভিযোগের বিষয়ে ভবসিন্দুর সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক দেখে এড়িয়ে যান। ক্ষতিগ্রস্থ কৃষকেরা আইনি সহায়তা পেতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর থানা অফিসার ইনচার্জের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

Check Also

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে পথ সভায়… ড. শেখ ফরিদ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ তা রেক রহমানের ৩২ দফার বাস্তবায়ন করতে হবে। …