॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ জেলা শহরের সাহিত্য পরিমন্ডলের শীর্ষতম সাহিত্য সংগঠন “কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জ” এর আয়োজনে- কবিতা আবৃত্তি, সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সাড়ে ৫ টার দিকে, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র হলরুমে- “কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জ” এঁর প্রধান উপদেষ্টা মোঃ সাইদুর রহমান বাচ্চু -সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তিনগুণ ভোটে বিজয়ী হওয়ায় তাকে এবং অন্য উপদেষ্টাগণদেরকে এবং কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জ এঁর নতুন দু’জন উপদেষ্টাকে নিযুক্ত করা হয়।
প্রধান উপদেষ্টা,সংবর্ধিত জনদের উত্তরীয় পরিধান করিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই সাহিত্য সংগঠনের আহবায়ক কবি ও সিনিয়র সাংবাদিক ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য মো: আজিজুর রহমান মুন্না’র সভাপতিত্বে এবং সদস্য হুমায়ুন কবীর আফ্রিদির সঞ্চালনায়- সোমবার (২২ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) বিকেল সাড়ে ৫ টার দিকে, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র হলরুমে- “কবি ও কবিতা পরিষদ সিরাজগঞ্জ” এঁর প্রধান উপদেষ্টা মোঃ সাইদুর রহমান বাচ্চু -সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তিনগুণ ভোটে বিজয়ী হওয়ায় তাকে এবং অন্য উপদেষ্টাগণদেরকে এবং কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জ এঁর নতুন দু’জন উপদেষ্টাকে নিযুক্ত করা হয়। এরা হলেন- তানভীর মাহমুদ পলাশ এবং আনোয়ার হোসেন রাজেশ।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন, কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জের সদস্য- কবি মো. তাজ উদ্দিন সেখ (সাবেক পৌর কাউন্সিলর) , সাবেক অধ্যক্ষ অধ্যাপক, কবি আখিরাজিনাত মহল স্বপ্না, বিশিষ্ট আবৃত্তিকার শান্তা ইসলাম স্বপ্না, তাসফিয়া তানসিম প্রিয়ন্তী, সেঁজুতি মন্ডল, আবু হুরায়রা সরকার হেমন্ত প্রমুখ। কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের উপদেষ্টা কবি, সাংবাদিক খ.ম.একরামুল হক, হাজী মোঃ আব্দুস সাত্তার, তানভীর মাহমুদ পলাশ, আনোয়ার হোসেন রাজেশ বক্তব্য রাখেন ।
সংবর্ধিতজন হলেন- সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত অর্ডিনারী গ্রুপে জুনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল কাদের সেখ, পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার (সর্বোচ্চ ভোটে বিজয়ী) একাব্বর আলী আকবর, আবু সাইদ, তানভীর মাহমুদ পলাশ, মোঃ নজরুল ইসলাম, আবুল হাশেম আবু, শরিফুল ইসলাম আলামিন, সানজিদ হাসান সিদ্দিকী , এসোসিয়েট গ্রুপের বিজয়ী-আনোয়ার হোসেন তালুকদার, নুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময়ে কবি, আবৃত্তিকার, পাঠক, সাহিত্যেমনা, সাংবাদিক, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল