॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥
রা জশাহী এবং রংপুর বিভাগে NESCO এর আওতাধীন এলাকায় সরকারি অর্থায়নে প্রি প্রেমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় প্রি প্রেমেন্ট মিটার স্থাপন বিষয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ অক্টোবর সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রি প্রেমেন্ট মিটার স্থাপনে গ্রাহকদের সুযোগ সুবিধা সহ না না দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন হাসিবুর রহমান প্রকল্প পরিচালক স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প NESCO মোঃ মনির হোসেন নির্বাহী প্রকৌশলী প্রকল্প পরিচালক স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প NESCO রংপুর মোঃ সাজ্জাদ হোসেন সহকারী প্রকৌশলী প্রকল্প পরিচালক স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প রংপুর মোঃ জাকির হোসেন সহকারী প্রকৌশলী প্রকল্প পরিচালক স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প NESCO রংপুর মোঃ আহসান হাবিব নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ-২ NESCO দিনাজপুর মোঃদেলোয়ার হোসেন আবাসিক প্রকৌশলী ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ NESCOফুলবাড়ী দিনাজপুর মোঃ আলেফুর রহমান সহকারী প্রকোশলী ফুলবাড়ী বিদুৎ সরবরাহ NESCO দিনাজপুর মোঃ রাকিবুল হোসেন সহকারী প্রকৌশলী ফুলবাড়ী বিদুৎ সরবরাহ NESCO দিনাজপুর।
অবহিত করণ সভায় সরকারি অর্থায়নে প্রি পেমেন্ট মিটার স্থাপনের বিষয়ে গ্রাহকদের সুযোগ সুবিধা সহ না না বিষয় তুলে ধরেন এবং সভায় বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীগণের উপস্থিত মতামত শোনেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।
অবহিত করণ সভায় উপস্থিত থেকে আলোচনা পেশ করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু তেল গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম জুয়েল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী শিবনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামেদুল ইসলাম মাষ্টার পৌর বিএনপির সদস্য সচিব মানিক মন্ডল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নুরুজ্জামান জামান সিভিল ও ইলেকট্রিক ঠিকাদার মোঃ সাইদুর ইসলাম পৌর কাউন্সিলর মোঃ হাসানুর রহমান বিপ্লবি কিমিউস্টলীগের ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত প্রসাদ জীতু ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহব্বায়ক হামিদুল হক সদস্য সচিব নুরুন্নবী সরকার পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত পৌর কউন্সিলর আব্দুল জব্বার মাসুদ যুব দলের আহব্বায়ক সফিকুল ইসলাম জুয়েল ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহীদ ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম মোঃ মমতাজ সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।
আলোচনা সভায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত তদন্ত ওসি সিদ্দিক এর উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে প্রি পেমেন্ট মিটার স্থাপনে অবহিত করণ সভার সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক
আলী।
 global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
				 
		