Monday , 26 May 2025

দেশী গ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হলো উন্মুক্ত বাজেট সভা।

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

নি জেদের চাহিদা নিজেরাই বলবো, এই স্লোগানকে সামনে রেখে খ্রিস্টাব্দ অর্থবছরে স্বচ্ছতা জবাবদিহিতা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও চাহিদা নিরূপণে জন অংশগ্রহণ নিশ্চিত করনে রবিবার ২৫ মে ২০২৫ দেশী গ্রাম ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হলো উন্মুক্ত বাজেট সভা।

 

অর্থবছরের প্রস্তাবিত অনুমোদিত বাজেট সম্ভাব্য আয় ৪,৩৫,৩৫,৮২৭.০০/টাকা, প্রস্তাবিত বাজেট সম্ভাব্য ব্যয় ৪,৩৪,৮৯,২২৭.০০/ টাকা এবং প্রকৃত উদ্বৃত্ত ধরা হয় ৪৬,৬০০.০০/ টাকার বিস্তারিত তথ্য উপস্থাপনা করেন ৮ নং দেশী গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সেলিম রেজা।

সকাল ১১ টায় এই বাজেট সভায় সভাপতিত্ব করেন ৮ নং দেশী গ্রাম ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক,
উপস্থাপনা ও সঞ্চালনা করেন দেশী গ্রাম ইউনিয়নের প্রলশাসনিক কর্মকর্তা জনাব মো: সেলিম রেজা। ২০২৫-২০২৬ খ্রিস্টাব্দ অর্থবছরের প্রস্তাবিত অনুমোদিত বাজেট সম্ভাব্য আয় ৪,৩৫,৩৫,৮২৭.০০/টাকা, প্রস্তাবিত বাজেট সম্ভাব্য ব্যয় ৪,৩৪,৮৯,২২৭.০০/ টাকা এবং প্রকৃত উদ্বৃত্ত ধরা হয় ৪৬,৬০০.০০/ টাকার বিস্তারিত তথ্য উপস্থাপনা করেন ৮ নং দেশী গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সেলিম রেজা।

এ বাজেট সভায় উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, মহিলা মেম্বার চাম্পা খাতুন পাখি, সানোয়ারা মেম্বার, রহিমা মেম্বার, সাদ্দাম মেম্বার, লিটন মেম্বার, সুশীল কুমার মাহাতো মেম্বার, হায়দার আলী মেম্বার প্রমুখ । এ সময় বাজেট সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে আগত বিভিন্ন পেশা জীবী নারী পুরুষেরা অংশগ্রহণ করেন।

Check Also

বিচার ব্যবস্থাকে জনবান্ধব করে ন্যায় বিচার নিশ্চিত করার আহবান …….চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ বাং লাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট …