Monday , 26 January 2026

মোংলায় স্বামী ও সন্তানহীন আনজিরা তারেক রহমানের পক্ষ থেকে উপহার পেলেন নতুন ঘর

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলার সোনাইলতলায় একটি নতুন ঘর উপহার পেয়েছেন অসহায় নারী আনজিরা (৬৫) বেগম।

স্বামী ও সন্তানহীন আনজিরা বেগম দীর্ঘদিন ধরে অন্যের জায়গার উপর পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। এটি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসা মাত্রই দ্রুত সময়ের মধ্যে তার জন্য এ নতুন ঘরটি নির্মাণ করে দেন।

তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এ সহায়-সম্বলহীন নারীকে ঘরটি নির্মাণ করে দিয়েছেন বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে অসহায় এ নারীকে সাথে নিয়েই ফিতা কেটে এ নতুন ঘরের উদ্বোধন করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ।

স্বামী ও সন্তানহীন আনজিরা বেগম দীর্ঘদিন ধরে অন্যের জায়গার উপর পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। এটি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসা মাত্রই দ্রুত সময়ের মধ্যে তার জন্য এ নতুন ঘরটি নির্মাণ করে দেন।

এর আগে গত ৬ ডিসেম্বর বাগেরহাটের রামপালের ভাগা এলাকার অসহায় ভিক্ষুক বাকপ্রতিবন্ধী দীপালি রানী শীলকে তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

Check Also

আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত ও ইনসাফের বাংলাদেশ – আলী আলম

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ এ য়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি- …