Wednesday , 7 January 2026

‘আরিফ প্রি-ক্যাডেট স্কুল’ এ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

॥  এম ইসলাম আরিফ, সলংগা  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥

শি ক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দিতে এক শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আশানুরূপ প্রত্যাশিত। তবে শিক্ষক ও শিক্ষিকাদের আরোও পরিশ্রম করতে হবে, যেন ছেলে-মেয়েরা আরও ভালো করতে পারে। কেননা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১ ঘটিকার দিকে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরিফ প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি আব্দুল মালেক শেখ। শুরুতে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভাপতি আব্দুল মালেক শেখ বলেন, প্রতিষ্ঠাতার অক্লান্ত পরিশ্রমের কারনে সকল জায়গায় এর সুনাম ছড়িয়ে পড়েছে। ভালো শিক্ষা ব্যবস্থার কারনে ক্রমেই ছাত্র ছাত্রী বৃদ্ধি পাচ্ছে। আমি অভিভাবকদের বলবো আপনারা বিদ্যালয়ের আসবেন, যদি কোন সমস্যা থাকে সেগুলো আমাদের জানাবেন আমরা সংশোধন করবো। পাশাপাশি শিক্ষকদের বলবো আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোন ছাত্র ছাত্রী যেন শিক্ষার আলো থেকে ঝড়ে না পড়ে।

এসময় প্রতিষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন প্রতিষ্ঠাতা পরিচালক এম আরিফুল ইসলাম। তিনি বলেন এলাকার কোমল মতি শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি চিন্তা করেই এই প্রতিষ্ঠান টি এলাকার সকলের সহায়তায় গড়ে তোলা হয়। সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আশানুরূপ প্রত্যাশিত। তবে শিক্ষক ও শিক্ষিকাদের আরোও পরিশ্রম করতে হবে, যেন ছেলে-মেয়েরা আরও ভালো করতে পারে। কেননা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সানজিতা রানী বলেন, ফলাফল যাই হোক না কেন এটা নিয়ে কারও মন খারাপের কারন নেই। আজ যারা তুলনামূলক ভাবে একটু পিছিয়ে আছো, সামনের দিনে চেষ্টা করলে তোমরাও ভালো করতে পারবে। অভিভাবকগন মনে রাখবেন এই সন্তান আপনার সম্পদ নয়, বরং এরা আপনাদের সম্পত্তি।

উপস্থিত উপদেষ্টা মন্ডলীর সদস্য হামিদুর রহমান, রওশন আলী, হায়দার আলী, আলমগীর রেজা, তাপস চন্দ্র। ম্যানেজিং কমিটির সদস্য আঃ রউফ, শরিফুল ইসলাম, মাহবুবা সুলতানা, সুমিত্রা রানী সহ বক্তারা বলেন, নিয়মিত মূল্যায়ন ও পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে। এতে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে এবং ভবিষ্যতে ভালো ফল অর্জনে তারা আরও উৎসাহিত হয়। অভিভাবকরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক পারভীন খাতুন, সজিব আহমেদ জয়, রাকিবুল ইসলাম, মাহফিজুল রহমান, রিমা খাতুন, শ্রীমতি রানী, অভিভাবক সদস্য, ছাত্র-ছাত্রী সহ প্রমূখ ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক হিটলার আলী পরিশেষে সভার সম্মানিত সভাপতি সকলের সুস্বাস্থ্যে, দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে মিষ্টি খাওয়ার দাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।

Check Also

সিরাজগঞ্জ পত্রিকা বিক্রেতাদের মাঝে মানবিক জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের কম্বল বিতরণ অনুষ্ঠিত

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ মা নুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি …