Friday , 3 October 2025

“অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর কর্তৃক দিনাজপুর বীরগঞ্জ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন”

॥  মোঃ আমজাদ আলী, বিশেষ প্রতিনিধি ॥

৮ জুন ২০২৫ খ্রি. দিনাজপুর বীরগঞ্জ সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন জনাব মোহাম্মদ শরীফ উদ্দীন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।

 

১৬জুন সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত ডিআইজি মহোদয় দিনাজপুর বীরগঞ্জ সার্কেল অফিসে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত ডিআইজি মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করে। অতিরিক্ত ডিআইজি মহোদয় বীরগঞ্জ সার্কেল অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত ডিআইজি মহোদয় পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …