॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রথমেই, আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথি ও শিক্ষকগণকে, যাঁদের অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা এই আয়োজনটি সফল করতে পেরেছি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়জনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের ( ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মাসুদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র -ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অভিভাবক সদস্য ও সিরাজগঞ্জ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রথমেই, আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথি ও শিক্ষকগণকে, যাঁদের অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা এই আয়োজনটি সফল করতে পেরেছি। একই সঙ্গে, আমি কৃতজ্ঞতা জানাই এই স্কুলের ছাত্র-ছাত্রীদের, যাঁরা তাদের শক্তি, উদ্যম এবং সাহস দিয়ে এই প্রতিযোগিতার প্রাণ হয়ে উঠেছে।খেলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, এটি আমাদের মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়। খেলার মাধ্যমে আমরা শিখি কীভাবে জয়ের আনন্দ উদ্যাপন করতে হয় এবং পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়।
আমাদের আজকের প্রতিযোগিতার প্রতিটি ইভেন্ট একটি সুযোগ – নিজেকে চ্যালেঞ্জ জানানো, সীমাবদ্ধতাকে অতিক্রম করা এবং নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য। আমি সকল প্রতিযোগীকে আহ্বান জানাই, সেরা পারফরম্যান্স প্রদর্শনের চেষ্টা করুন, কিন্তু মনে রাখবেন, ফলাফলের চেয়ে অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রীড়া। শুধু শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই নয়, বরং মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্যও ক্রীড়াচর্চা অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবছর এই  প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়।  এ বছরেও আয়োজন করা হয়েছে , এ জন্য আমি খুবই আনন্দিত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সন্জিত কুমার,  কাউছারুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সাদেক রেজা, মোঃ লুৎফর রহমান, নুরনবী, সহকারী শিক্ষক আরজিনা খাতুন, সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াৎত হোসেন, শরীর চর্চা শিক্ষক মোছাঃ রওশন আরা, সহ – সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
 global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল
				 
		