Sunday , 24 November 2024

সাতক্ষীরায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

॥ সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সাতক্ষীরা সদর উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধ কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে নারকীয় তান্ডব চালিয়ে দেশের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী চক্র। মেট্রোরেল, যানবাহন ও পুলিশ বক্সেসহ সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে চক্রটি দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি শোয়াইব আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিনুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সমাজের আলোর সম্পাদক সিনিয়র সাংবাদিক ইয়ারব হোসেন, ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান,

আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, কুশখালী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মনিরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, দৈনিক ঢাকা টাইমসের নিজস্ব প্রতিবেদক মো. হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে নারকীয় তান্ডব চালিয়ে দেশের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী চক্র। মেট্রোরেল, যানবাহন ও পুলিশ বক্সেসহ সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে চক্রটি দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তাদের এধরণের ধ্বংসাত্ম কার্যক্রম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছে বক্তারা।

Check Also

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে নারী সহ রক্তাক্ত জখম-৮

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে দুই পক্ষের নারী সহ ৮জন …