Monday , 10 November 2025

নোয়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির কার্যক্রম উদ্বোধন

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নো ‎য়াখালীতে এরাবিয়ান সিটি নামে হাউজিং সোসাইটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ‎সোমবার (১০ নভেম্বর) বিকালে নোয়াখালী সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়ের নোয়াখালী মৌজাতে এই এরাবিয়ান সিটির উদ্ভোদন করা হয়।

 

‎‎নোয়াখালী সোনাপুর থেকে দক্ষিনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেড মোড় সংলগ্ন প্রায় সাড়ে ৭ একর জমিতে  নির্মান হচ্ছে হাউজিং সোসাইটি এরাবিয়ান সিটি। এখানে প্লট বরাদ্দ চলছে। সম্পুর্ণ ব্যক্তি মালিকানাধিন এ সিটিতে মোট শেয়ার পার্টনার ২৫ জন।

‎‎‎উদ্ভোদন ও দোয়া পরিচালনা করেন, জামিয়া মাদানিয়া নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ নোমান ছাহেব ও নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলানা দিলাওয়ার হোসাইন কাসেমী।

‎এসময় বক্তব্য রাখেন, কারামাতিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দেস মাওলানা জাফর উল্লা,জামিয়া মাদানিয়া নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ নোমান ছাহেব ও নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলানা দিলাওয়ার হোসাইন কাসেমী। সদর উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি গিয়াস উদ্দিন, জামিয়া ফয়জিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মোসাদ্দেকুল মাওলা।

‎নোয়াখালী সোনাপুর থেকে দক্ষিনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেড মোড় সংলগ্ন প্রায় সাড়ে ৭ একর জমিতে  নির্মান হচ্ছে হাউজিং সোসাইটি এরাবিয়ান সিটি। এখানে প্লট বরাদ্দ চলছে। সম্পুর্ণ ব্যক্তি মালিকানাধিন এ সিটিতে মোট শেয়ার পার্টনার ২৫ জন। ‎সদরের ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাতের সার্বিক ব্যবস্থাপনায় একটি সুপরিকল্পিত প্রয়াসে এ সিটিতে প্লট বুকিং ও বরাদ্দ চলছে।

‎আরাফাত জানান, শহরের কোলাহল পরিবেশ থেকে একটু পাশেই সোনাপুর থেকে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেডের মোড় সংলগ্ন আন্ত উপজেলা রাস্তার পাশে এ সিটি গড়ে উঠবে। এটি পরিকল্পিত একটি নগরী  এখানে থাকবে মসজিদ, স্কুল, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ভবন,শপিং কমপ্লেক্স,কমিউনিটি সেন্টার,  বিনোদন ও খেলার মাঠ।

Check Also

উঠান বৈঠক অনুষ্ঠিত: জামতৈল স্কুল মাঠে নেতৃত্ব ও ঐক্যের বার্তা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাই নগর …