Friday , 15 August 2025

দিনাজপুরে সেনাবাহিনীর পিকআপ যান্ত্রিক ত্রুটির কারণে খাদে।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুরের দেবীগঞ্জে দিনাজপুর ঠাকুরগাঁও আঞ্চলিক মহাসড়কের চম্পাতলী বাজার সংলগ্ন
বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ী যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পার্শ্বে উল্টে যায়।

 

ঠাকুরগাঁও আর্মী ক্যাম্প এ যাওয়ার পথে দিনাজপুর দেবীগঞ্জের চম্পাতলী বাজার সংলগ্ন পিকআপ টি হার্ড ব্রেক করলে সড়কের পার্শ্বে উল্টে যায় এতে গাড়ীটির সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং পিকআপের ক্যানোপির রড বাঁকা হয়ে যায় দুর্ঘটনায় কোন সেনাসদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

৩০ জুন সোমবার সৈয়দপুর সেনানিবাস হতে (৯৮৫৫)মেজর মুহতাশিম আহমেদ ৭বীর এর নেতৃত্বে সেনা নং ৪৫০৩৬৮০ ল্যান্স কর্পোঃ মোঃ আবুল হোসেন,দ্বিতীয় আসনধারী সার্জেন্ট মোঃ জহীর হোসেন,৭বীর সৈয়দপুর সেনানিবাস কর্তৃক সামরিক পিকআপ (গাড়ী নং০৬০৪৩৮) নিয়ে ঠাকুরগাঁও আর্মী ক্যাম্প এ যাওয়ার পথে দুপুর সাড়ে ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।

এফ এস কর্পোঃ খায়রুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন(৯৮৫৫)মেজর মুহতাশিম আহমেদ ৭বীর স্যারের নেতৃত্বে সৈয়দপুর সেনানিবাস কর্তৃক সামরিক পিকআপ গাড়ী নং০৬০৪৩৮ নিয়ে ঠাকুরগাঁও আর্মী ক্যাম্প এ যাওয়ার পথে দিনাজপুর দেবীগঞ্জের চম্পাতলী বাজার সংলগ্ন পিকআপ টি হার্ড ব্রেক করলে সড়কের পার্শ্বে উল্টে যায় এতে গাড়ীটির সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং পিকআপের ক্যানোপির রড বাঁকা হয়ে যায় দুর্ঘটনায় কোন সেনাসদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

Check Also

পিকাবুর মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোন এখন অবিশ্বাস্য মূল্যে

॥ নিজস্ব প্রতিনিধি ॥ ত রুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল প্রেমীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা …