॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে জামায়াত-বিএনপি’র ৩ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।মামলার প্রেক্ষিতে ৩ নাশকতাকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরকেও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৩ ডিসেম্বর রাতে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের নবম দফার প্রথম রাতে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান পুড়িয়ে দেয় দুবৃত্তরা। এব্যাপারে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মঙ্গলবার দুপুরে এক প্রেসবিফিং এ গণমাধ্যম কর্মীদের বলেন, নাশকতা যেই করুক তাকে আইনের আওতায় আনা হবেই।
এ ঘটনায় করতোয়া কুরিয়ার সাভির্সের কর্মকর্তা মোঃ শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে ৩ নাশকতাকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরকেও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ সন্দেহে গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র মোঃ ফরমান আলী (৩৮), একই গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে মোঃ মকদুম আলী(৪৫), উপজেলার বড় মনোহরা গ্রামের আবদুল আজিজের ছেলে নুর মোহাম্মদ (২৫)।
উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার রুহুল আমিন জানান, কাভার্ডভ্যান পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া ৩ আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।