॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাক ব্যারিকেড দিয়ে বাস থামিয়ে ডাকাতির চেষ্টার ঘটনায় ট্রাকসহ তিনজনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকায় ঘটে এ ঘটনা।
টহলরত এসআই আরব আলী সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশের গাড়ির সাইরেন শুনে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে নাহার এগ্রোর বিপরীত পাশে নিউ মায়ের আঁচল হোটেল এলাকার সামনে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ তিনজনকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফাতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে একটি ট্রাক ঠেকিয়ে থামিয়ে বাসে উঠে ডাকাতির চেষ্টা চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় বাসে থাকা কুমিল্লার জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহাসিনুল হক ৯৯৯ এ ফোন করে পুলিশি সহায়তা চান।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশনায় টহলরত এসআই আরব আলী সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশের গাড়ির সাইরেন শুনে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে নাহার এগ্রোর বিপরীত পাশে নিউ মায়ের আঁচল হোটেল এলাকার সামনে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকসহ তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ধল টেংগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ট্রাকচালক নাজমুল হোসেন (৩০), একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোলাইমান (২৫) এবং কালিহাতি উপজেলার ছাব্বিশা গ্রামের আওলাদ হোসেনের ছেলে আমিনুর ইসলাম (২৪)।
এ ঘটনায় আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে। সলঙ্গা থানার নবনিযুক্ত ওসি ইমাম জাফর জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল